Daily Reminder
Hadith Of Prophet Muhammad (ﷺ)
Seeking Refuge in Allah’s Might – Prophet Muhammad’s (ﷺ) Dua
Narrated Ibn `Abbas (RA): The Prophet (ﷺ) used to say, "I seek refuge (with YOU) by Your 'Izzat, None has the right to be worshipped...
Narrated Ibn `Abbas (RA): The Prophet (ﷺ) used to say, "I seek refuge (with YOU) by Your 'Izzat, None has the right to be worshipped but You Who does not die while the Jinns and the human beings die."
Read Moreحَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله...
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ " أَعُوذُ بِعِزَّتِكَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ، الَّذِي لاَ يَمُوتُ وَالْجِنُّ وَالإِنْسُ يَمُوتُونَ ".
Read Moreইব্নু ‘আব্বাস (রা) থেকে বর্ণিতঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঐ কথা বলে দু’আ করতেনঃ আমি আপনার ইয্যতের আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া কোন ইলাহ্ নেই।...
ইব্নু ‘আব্বাস (রা) থেকে বর্ণিতঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঐ কথা বলে দু’আ করতেনঃ আমি আপনার ইয্যতের আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া কোন ইলাহ্ নেই। আর আপনার কোন মৃত্যু নেই। অথচ জ্বিন ও মানুষ সবই মরণশীল।
Read MoreThe Prophet Disliked Sleeping Before `Isha’ and Talking After It
Narrated Abu Barza (RA): Allah's Messenger (ﷺ) disliked sleeping before the `Isha' prayer and talking after it.
Narrated Abu Barza (RA): Allah's Messenger (ﷺ) disliked sleeping before the `Isha' prayer and talking after it.
Read Moreحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي الْمِنْهَالِ، عَنْ أَبِي بَرْزَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه...
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي الْمِنْهَالِ، عَنْ أَبِي بَرْزَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَكْرَهُ النَّوْمَ قَبْلَ الْعِشَاءِ وَالْحَدِيثَ بَعْدَهَا.
Read Moreআবূ বারযাহ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘ইশার পূর্বে নিদ্রা যাওয়া এবং পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন।
আবূ বারযাহ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘ইশার পূর্বে নিদ্রা যাওয়া এবং পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন।
Read MoreProphet’s Prayer for Rain – Hadith on Seeking Allah’s Mercy | হাদীস
Narrated By 'Abdullah bin Zaid (RA). The Prophet went towards the Musalla and invoked Allah for rain. He faced the Qibla, wore his cloak inside...
Narrated By 'Abdullah bin Zaid (RA). The Prophet went towards the Musalla and invoked Allah for rain. He faced the Qibla, wore his cloak inside out, and offered two Rakat.
Read Moreعَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ (رَضِيَ اللَّهُ عَنْهُ): أَنَّ النَّبِيَّ (ﷺ) خَرَجَ إِلَى الْمُصَلَّى وَدَعَا اللَّهَ لِلْمَطَرِ، فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ، وَقَلَبَ رِدَاءَهُ، وَصَلَّى رَكْعَتَيْنِ.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ (رَضِيَ اللَّهُ عَنْهُ): أَنَّ النَّبِيَّ (ﷺ) خَرَجَ إِلَى الْمُصَلَّى وَدَعَا اللَّهَ لِلْمَطَرِ، فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ، وَقَلَبَ رِدَاءَهُ، وَصَلَّى رَكْعَتَيْنِ.
Read Moreআবদুল্লাহ বিন যায়েদ (রাঃ) হতে বর্ণিত: নবী (ﷺ) মুসাল্লার দিকে গিয়েছিলেন এবং বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তিনি কিবলার দিকে মুখ করেছিলেন, নিজের চাদর...
আবদুল্লাহ বিন যায়েদ (রাঃ) হতে বর্ণিত: নবী (ﷺ) মুসাল্লার দিকে গিয়েছিলেন এবং বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তিনি কিবলার দিকে মুখ করেছিলেন, নিজের চাদর উল্টো করে পরেছিলেন এবং দুই রাকাত সালাত আদায় করেছিলেন।
Read MoreResponsibility of Being a Shepherd: Teachings of the Prophet (ﷺ)| হাদীস | Hadith
Abdullah bin Umar (RA) Narrated: The Messenger of Allah (ﷺ) said: "Each of you is a shepherd and each of you is responsible for his...
Abdullah bin Umar (RA) Narrated: The Messenger of Allah (ﷺ) said: "Each of you is a shepherd and each of you is responsible for his flock."
Read Moreعَنْ عَبْدِ اللَّهِ بنِ عُمَرَ رضي الله عنهما، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: "كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ."
عَنْ عَبْدِ اللَّهِ بنِ عُمَرَ رضي الله عنهما، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: "كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ."
Read Moreআবদুল্লাহ ইবনু উমর (রা.) বর্ণনা করেছেন, তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: "তোমাদের মধ্যে প্রতিটি ব্যক্তিই একজন রাঁই (রক্ষক) এবং প্রতিটি ব্যক্তি তার দলের জন্য দায়ী...
আবদুল্লাহ ইবনু উমর (রা.) বর্ণনা করেছেন, তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: "তোমাদের মধ্যে প্রতিটি ব্যক্তিই একজন রাঁই (রক্ষক) এবং প্রতিটি ব্যক্তি তার দলের জন্য দায়ী (দায়িত্বশীল)।"
Read MoreEid Takbir Recitation – Sunnah of the Prophet (ﷺ) on Eid
Abdullah ibn Umar (RA) said: "Allah’s Messenger (ﷺ) used to recite Takbir (Allāhu Akbar, Allāhu Akbar, Lā ilāha illallāh, Wallāhu Akbar, Allāhu Akbar, wa lillāhil-ḥamd.)...
Abdullah ibn Umar (RA) said: "Allah’s Messenger (ﷺ) used to recite Takbir (Allāhu Akbar, Allāhu Akbar, Lā ilāha illallāh, Wallāhu Akbar, Allāhu Akbar, wa lillāhil-ḥamd.) aloud while going to the Eidgah on the morning of Eid al-Fitr and Eid al-Adha."
Eid Mubarak! 🌙✨💖 [(Taqabbalallāhu minnā wa minkum) - May Allah accept (our deeds) from us and from you.]
عبد الله بن عمر (رضي الله عنه) قال: **"كان رسول الله (ﷺ) يكبر جهراً في صبيحة يوم الفطر ويوم الأضحى وهو ذاهب إلى المصلى، فيقول:...
عبد الله بن عمر (رضي الله عنه) قال: **"كان رسول الله (ﷺ) يكبر جهراً في صبيحة يوم الفطر ويوم الأضحى وهو ذاهب إلى المصلى، فيقول: الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد."
عيد مبارك! 🌙✨💖 (تقبل الله منا ومنكم) - تقبل الله أعمالنا وأعمالكم.
আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন: "আল্লাহর রাসূল (ﷺ) ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সকালে ঈদগাহে যাওয়ার সময় উচ্চস্বরে তাকবির (আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা...
আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন: "আল্লাহর রাসূল (ﷺ) ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সকালে ঈদগাহে যাওয়ার সময় উচ্চস্বরে তাকবির (আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।) পড়তেন।"
ঈদ মুবারক! 🌙✨💖[(তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম) - আল্লাহ আমাদের ও আপনাদের (আমল) কবুল করুন]
Wudu Prayer Seeking Forgiveness – Hadith on Allah’s Mercy | হাদীস
Narrated by Abu Bakr As-Siddiq (RA): The Messenger of Allah (ﷺ) said: "There is no servant of Allah who sins, then perfects his purification (Wudu)...
Narrated by Abu Bakr As-Siddiq (RA): The Messenger of Allah (ﷺ) said: "There is no servant of Allah who sins, then perfects his purification (Wudu) and stands to pray two Rak'ahs of prayer, then seeks Allah's forgiveness, except that Allah will forgive him."
Read Moreعَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ (رضي الله عنه) قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ (ﷺ) يَقُولُ: "مَا مِنْ عَبْدٍ يُذْنِبُ ذَنْبًا، فَيُحْسِنُ الطُّهُورَ، ثُمَّ يَقُومُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ، ثُمَّ...
عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ (رضي الله عنه) قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ (ﷺ) يَقُولُ: "مَا مِنْ عَبْدٍ يُذْنِبُ ذَنْبًا، فَيُحْسِنُ الطُّهُورَ، ثُمَّ يَقُومُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ، ثُمَّ يَسْتَغْفِرُ اللَّهَ، إِلَّا غَفَرَ اللَّهُ لَهُ."
Read Moreআবু বকর আস-সিদ্দীক (রা.) হতে বর্ণিত: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: "আল্লাহর কোনো বান্দা যদি কোনো গুনাহ করে, তারপর উত্তমরূপে ওযু করে এবং দুই রাকাত সালাত আদায়...
আবু বকর আস-সিদ্দীক (রা.) হতে বর্ণিত: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: "আল্লাহর কোনো বান্দা যদি কোনো গুনাহ করে, তারপর উত্তমরূপে ওযু করে এবং দুই রাকাত সালাত আদায় করে, এরপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করে দেন।"
Read MoreEid Prayer Different Route – Sunnah of the Prophet (ﷺ) | Hadith | হাদীস
Narrated Jabir (RA): On an 'Eid day, Allah's Messenger (ﷺ) would return by a different road from the one he had taken when going out...
Narrated Jabir (RA): On an 'Eid day, Allah's Messenger (ﷺ) would return by a different road from the one he had taken when going out (for the 'Eid prayer.)
Read Moreوَعَنْ جَابِرٍ - رضى الله عنه - قَالَ: { كَانَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم -إِذَا كَانَ يَوْمُ اَلْعِيدِ خَالَفَ اَلطَّرِيقَ } أَخْرَجَهُ...
وَعَنْ جَابِرٍ - رضى الله عنه - قَالَ: { كَانَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم -إِذَا كَانَ يَوْمُ اَلْعِيدِ خَالَفَ اَلطَّرِيقَ } أَخْرَجَهُ اَلْبُخَارِيُّ 1 . [1 - صحيح لغيره. رواه البخاري (986)، وله شواهد ذكرتها في "الأصل"، ومنها حديث ابن عمر الآتي.]
Read Moreজাবির (রা.) বর্ণনা করেন, ঈদের দিনে আল্লাহর রাসূল (ﷺ) যে রাস্তা দিয়ে ঈদের সালাত আদায় করতে যেতেন, ফিরতেন ভিন্ন রাস্তা দিয়ে।
জাবির (রা.) বর্ণনা করেন, ঈদের দিনে আল্লাহর রাসূল (ﷺ) যে রাস্তা দিয়ে ঈদের সালাত আদায় করতে যেতেন, ফিরতেন ভিন্ন রাস্তা দিয়ে।
Read More